তিল শরীরের জন্য খুবই উপকারী। স্বাসচেতনদের কাছে এই ছোট বীজ সুপারফুড হিসেবে বিবেচিত। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। যা শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে। নিয়মিত তিল খাওয়ার অনেক উপকার।
Advertisement
বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায় তিল। চাইলে তিলের ভর্তাও তৈরি করতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুন মানিয়ে যায় এই ভর্তা। জেনে নিন তৈরির রেসিপি-
উপকরণ
১. তিল পরিমাণমতো২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ৩. রসুন কুচি ১ চা চামচ৪. লাল শুকনো মরিচ ২-৩টি৫. লবণ সামান্য৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ও৭. সরিষার তেল পরিমাণমতো।
Advertisement
আরও পড়ুন
ছিটা রুটি তৈরি করুন খুব সহজেইপেঁপে খাওয়ার পরপরই যে খাবার এড়িয়ে যাবেন
পদ্ধতি
প্রথমে তিলগুলো ভেজে নিন। এরপর অল্প তেলে পেঁয়াজ, রসুন ও মরিচ হালকা ভেজে নিন। এরপর ভাজা পেঁয়াজ, মরিচ ও রসুনের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে।
Advertisement
তারপর ভেজে নেওয়া তিল বেটে নিন। সবশেষে সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদেু তিলের ভর্তা। গরম ভাতের সঙ্গে তিলের ভর্তার স্বাদ উপভোগ করার মজাই আলাদা।
জেএমএস/এমএস