সাহিত্য

শাহ বিলিয়া জুলফিকারের কবিতা: মিছে স্বপ্ন

অন্ধকারে চোখ বুজে ঘুমের দেশে যাই,স্বপ্নগুলো ভেসে আসে নিমিষে হারাই।পাখিরা সব ডানা মেলে কল্পনাতেই ডাকেতার সাথে মন মেশে রঙিন ছবি আঁকে।

Advertisement

যত্ন করে পোষা পাখি, সুখের নিবাস পাই,কাছে এসে ছুঁতে গেলে, হঠাৎ দেখি নাই।মায়ার বাঁধন, স্বপ্ন সুরে মুগ্ধ করি মন,ঘুমের দেশে হারিয়ে যাই স্বপ্নমাখা ক্ষণ।

রাতের আকাশ, তারা জ্বলে, মৃদু হাওয়া বয়,স্বপ্ন স্রোতে ভেসে যাই, ভাবনায় রয়।পাখির গানে মুগ্ধ মনে জেগে ওঠে প্রাণ,তবুও দেখিনি তাকে, সবই বেদনার গান।

চাঁদের আলো, শীতল হাওয়া, মনের কোণে খেলা,স্বপ্নেরা ডাকে আমায়, ভাবনারই মেলা।কাছে এসে যাই ছুঁতে, আকাশ ছুঁয়ে যাই,তবুও দেখিনি তাকে, সবই মিছে তাই।

Advertisement

এসইউ/এমএস