রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। ২৩ জুন দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি দেয় দলটি। যানজট এড়াতে শোভাযাত্রাটি ছুটির দিন শুক্রবার করছে তারা। এরই মধ্যে বিকেল ৩টা থেকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অস্থায়ী সমাবেশ মঞ্চে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

Advertisement

এতে অংশ নেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতাদের বক্তব্যের পর আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হবে। তবে এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে রমনার সড়কে প্রবেশ করছে এবং ধানমন্ডির দিকে আগাচ্ছেন।

শোভাযাত্রার আকর্ষণ দুই হাতি শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানা সাজে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা মিলেছে দুটি হাতির। যা শোভাযাত্রায় আসা নেতাকর্মীদের বিশেষ দৃষ্টি কেড়েছে। হাতি দুটির ওপর দুজন করে চারজন মাহুতকে দেখা গেছে।

Advertisement

দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টার। হাতির মাথার সামনে দেখা গেছে বাহাউদ্দীন নাছিমের ছবি সম্বলিত পোস্টার। এছাড়া হাতির পিঠে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার বাঁধা হয়েছে।

হাতি ছাড়াও সমাবেশের শোভাবর্ধনে রয়েছে ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ বিভিন্ন উপকরণ। নেতাকর্মীদের ঢল ও স্লোগান শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলেছে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোভাযাত্রা উদ্বোধন করবেন। লাখো নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

Advertisement