সাহিত্য

তারিক সামিনের তিনটি কবিতা

তোমার-আমার পার্থক্য

Advertisement

কী আশ্চর্য এক গভীরতাপ্রশান্তি আছে তোমার মাঝে,আর—কী আশ্চর্য এক অস্থিরতাবিরাজ করে আমার মাঝে।তুমি কত শান্ত প্রেমময়ী বাস্তববাদীআর—আমি কী ভাববাদী রূপকময়ী!তুমি যখন আকাশের মত বিস্তৃত হওতখন আমি সাগরের গভীরতা খুঁজি,বিপ্লব বিদ্রোহ আর বাঁধভাঙা আমার নীতিবাঁধন বশীকরণ আর সম্মোহন তোমার রীতি।আমি ভেঙে গড়তে চাইমরে চাই বাঁচতে;তুমি নিশ্চয়তা চাওআর চাও ভালোবাসতে।

****

অপেক্ষার প্রহর

Advertisement

সেটা ছিল আমারই কথাআমারই অভিলাষতুমি ভেঙে দিলেজানলে না তার ইতিহাস।সেটা ছিল আমারই প্রেমআমার অবলম্বন,তুমি তারে টেনে নিলেবুঝলে না সময়ক্ষণ।সেটা ছিল আমারই প্রতীক্ষাতুমি বুঝলে না তাই চলে গেলেকিংবা এলে না,কত শব্দ শোনা যায়তোমার পায়ের শব্দ শুনতে পেলাম না। 

****

আল্পসের পাদদেশে বৈকালিক ভ্রমণ

শস্যক্ষেত, সূর্যমুখী ফুলের বাগানতার পাশ দিয়ে চলছে এক দেবী।শস্যক্ষেত, তার মাঝে মেঠোপথসেই পথে চলছে এক কবি।শস্যক্ষেত, তার পাশে গাছের ঝোপকিচিরমিচির করছে অগণিত পাখি।প্রথম দিন,—প্রথম দেখাপঞ্চম দিন,—দ্বিতীয় দেখাসপ্তম দিন,—তৃতীয় দেখাসব সময় একই কথা,—‘শুভ অপরাহ্ন’তিনি ইংরেজি জানেন না, আমি জানি না ফরাসি।অথচ আমরা জানি, আমরা চাই, আমরা একে অপরকে ভালোবাসি।শস্যক্ষেত, গোধূলি সন্ধ্যা, আকাশে উড়ছে কত পাখি।আমাদের ভালো লাগা অব্যক্ত রইলো,‘বিদায়’ বললো,—করুণ আঁখি।

Advertisement

এসইউ/এমএস