জোকস

আজকের কৌতুক: বাদুড় পালার জ্বালা

আজকের কৌতুক: বাদুড় পালার জ্বালা

বাদুড় পালার জ্বালাউকিল: আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন?বাদী: স্যার আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে ২টা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া… গন্ধে টিকতে পারি না।উকিল: আপনার ঘরের জানালা খুলে রাখলেই পারেন।বাদী: পাগল হয়েছেন। জানালা খুলি আর আমার পালা বাদুড়গুলো সব উড়ে যাক।

Advertisement

****

পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকে?শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?ছাত্র: জানি না, স্যার।শিক্ষক: তুই একটা আস্ত গরু।ছাত্র: স্যার, আমি তো এখনও ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।

****

Advertisement

হোটেলের বাবুর্চি পরিবর্তন হয়েছে

পরিচিত রেস্তরাঁয় খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বললেন, ‘আপনাদের আগের রাঁধুনি চাকরি ছেড়ে দিয়েছেন, তাই না?’ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?’

খদ্দের জবাব দেন, ‘না… খাবার ঠিকই আছে… তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।’

কেএসকে/এমএস

Advertisement