তথ্যপ্রযুক্তি

একীভূত হচ্ছে নকিয়া-অ্যালকাটেল লুসেন্ট

শীর্ষ তিন টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা কোম্পানির মধ্যে ফিনল্যান্ডভিত্তিক নকিয়া নেটওয়ার্কস ও ফ্রান্সভিত্তিক অ্যালকাটেল লুসেন্ট একীভূত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট অঞ্চলে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতে দীর্ঘদিন ধরেই আলোচনা চালিয়ে আসছে উভয় প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার জার্মানির ম্যানেজার ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করে। এদিকে এ দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার সংবাদে তাত্ক্ষণিকভাবে অ্যালকাটেল লুসেন্টের শেয়ারের দাম ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে যায় এবং নকিয়া নেটওয়ার্কসের শেয়ারের দাম বাড়ে ৩ দশমিক ৪ শতাংশ। অ্যালকাটেলের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ম্যানেজার ম্যাগাজিন জানায়, ইউরোপে শিগগিরই একীভূত হয়ে অথবা ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে যৌথভাবে ব্যবসা পরিচালনা করবে নকিয়া এবং অ্যালকাটেল লুসেন্ট। প্রতিষ্ঠান দুটির এ উদ্যোগ ইউরোপের টেলিযোগাযোগ নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসায় তাদের অবস্থানকে আরো সংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উভয় প্রতিষ্ঠানের সাম্প্রতিক আলোচনার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট ওই কর্মকর্তা। এছাড়া নকিয়া এবং অ্যালকাটেলের পক্ষ থেকেও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করা হয়।ইউরোপের টেলিযোগাযোগ সেবা খাত ধারাবাহিকভাবে প্রসারিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট খাতে নেটওয়ার্ক যন্ত্রাংশের চাহিদাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদানে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। যার কারণে টেলিযোগাযোগ নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা কোম্পানিগুলো প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হচ্ছে। নকিয়া এবং অ্যালকাটেল লুসেন্টের যৌথভাবে সেবা প্রদানের উদ্যোগ ইউরোপের টেলিযোগাযোগ খাতে অধিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে শিগগিরই গ্রাহক চাহিদা অনুযায়ী সেবা সরবরাহ সম্ভব হবে। আর ক্রমবর্ধমান পরিচালন ব্যয় এবং বিক্রির বিপরীতে প্রত্যাশিত মুনাফা অর্জনের ক্ষেত্রেও তেমন একটা বেগ পেতে হবে না প্রতিষ্ঠান দুটিকে।ইন্দেরেস ইকুইটির বিশ্লেষক মিকাইল টাউটানেন বলেন, ‘বর্তমান বাজারে সাশ্রয়ী দামের যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যের সহজলভ্যতা এবং আধিপত্যের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে বাজারে টিকে থাকতে একত্রীকরণের কোনো বিকল্প নেই।’ম্যানেজার ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিগত পাঁচ বছরে ইউরোপে যৌথভাবে ব্যবসা পরিচালনার জন্য বেশ কয়েকবার আলোচনায় বসেছে এ দুই প্রতিষ্ঠান। কিন্তু সফলতার মুখ দেখেনি। তবে এবার আর আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয় প্রতিবেদনে।এদিকে নকিয়া নেটওয়ার্কসের সঙ্গে অ্যালকাটেলের যৌথ ব্যবসা পরিচালনার সিদ্ধান্তে ফ্রান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির আইনপ্রণেতারা। তাদের মতে, এ ধরনের চুক্তির কারণে অ্যালকাটেলের কর্মী ছাঁটাই করা হতে পারে। মিকাইলের মতে, নকিয়ার সঙ্গে যৌথ ব্যবসা অ্যালকাটেল লুসেন্টকে লাভবান করবে। - রয়টার্স

Advertisement