মাগুরায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলা বেঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Advertisement
নিহত জাহিদ বিশ্বাস (৩৮) সদর উপজেলার বেংঙ্গা গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বেঙ্গা গ্রামের আনারুল ও আশরাফের মধ্যে স্থানীয় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। দুজনই স্থানীয় গ্রাম্য মাতবর। বৃহস্পতিবার বিকেলে আনারুল বিরোধপূর্ণ ওই জমিতে মাটি ফেলতে যান। এসময় আশরাফের ছেলে মেহেদী মাটি ফেলতে বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে আনারুল ও তার সমর্থকরা জাহিদ, নাসির, মেহেদী, আলম হুজুর, রাশেদসহ কয়েজনকে কুপিয়ে আহত করেন।
প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত জাহিদ বিশ্বাসকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের কানাইপুর পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। অন্য আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদি রাসেল জাগো নিউজকে জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মিলন রহমান/এনআইবি/এমএস