বিশ্বকাপ বাছাইয়ের ভরাডুবির নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়ে। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ নম্বর থেকে এক ধাপ নেমে অবস্থান করছে ১৮৫ নম্বরে। অন্যদিকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের ওপরে উঠে এসেছে ভুটান।
Advertisement
এপ্রিলে ঘোষিত তালিকায় ভুটান ছিল ১৮৫ নম্বরে, এখন তারা ১৮৩ তে। এর আগে অক্টোবরে বাংলাদেশের ওপরে ছিল ভুটান। এরপর চারবার বাংলাদেশ ভুটানের ওপরে ছিল। ভুটান আবার বাংলাদেশকে পেছনে ফেললো।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান ছাড়াও এগিয়েছে নেপাল ও মালদ্বীপ। মালদ্বীপ একধাপ এগিয়ে ১৬০, নেপাল তিন ধাপ এগিয়ে ১৭৫ নমবের। বাংলাদেশ ছাড়াও পিছিয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
ভারত তিন ধাপ পিছিয়ে ১২৪ নম্বরে, পাকিস্তান ২ ধাপ পিছিয়ে ১৯৭ নম্বরে এবং শ্রীলংকা এক ধাপ পিছিয়ে ২০৫ নম্বরে অবস্থান করছে।
Advertisement
আর্জেন্টিনা যথারীতি শীর্ষে আছে। মেসিদের পর অবস্থান অপরিবর্তিত ফ্রান্স ও বেলজিয়ামেরও। ব্রাজিল এক ধাপ এগিয়ে চারে উঠেছে। আর পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।
আরআই/আইএইচএস/