আন্তর্জাতিক

এ বছর ৩৫ পাকিস্তানি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর হজ চলাকালীন বিভিন্ন দেশের অন্তত নয় শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মিশর ও জর্ডানের নাগরিক। মূলত তীব্র তাপপ্রবাহজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

Advertisement

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে হজ পালনকালে পাকিস্তানের অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন>

তীব্র তাপপ্রবাহে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৯২২ তীব্র তাপপ্রবাহের মধ্যে এ বছর ৫৫০ হজযাত্রীর মৃত্যু

পাকিস্তানের হজ মিশনের মহাপরিচালক আবদুল ওয়াহাব সুমরো বলেছেন ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত মোট ৩৫ পাকিস্তানির মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে মক্কায় ২০, মদিনায় ছয়জন, মিনায় চারজন, আরাফাতে তিনজন ও মুজদালিফায় দুজন মারা যান।

Advertisement

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে চলতি বছর এখন পর্যন্ত নয় শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার অনেক হজযাত্রীই নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের সদস্য ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এবারের হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছেন সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের হজযাত্রীরা।

এমএসএম

 

Advertisement