আন্তর্জাতিক

‘আঙুল ফুলে কলাগাছ’ এনভিডিয়া প্রধান

সুসময়ের হাওয়া লেগেছে টেক জায়ান্ট এনভিডিয়ার পালে। হু হু করে বাড়ছে কোম্পানির শেয়ারের দর। আর তার জেরে ফুলেফেঁপে উঠেছে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর সম্পদও। গত কয়েকদিনে রীতিমতো আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তিনি।

Advertisement

জানা যায়, গত মঙ্গলবার (১৮ জুন) একদিনেই অন্তত ৪০০ কোটি ডলার সম্পদ বেড়েছে জেনসেন হুয়াংয়ের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৭ হাজার কোটি টাকারও বেশি।

আরও পড়ুন>>

শীর্ষস্থান হারালো মাইক্রোসফট/ বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া ৬ মাসে মূল্য দ্বিগুণ/ এনভিডিয়া যেভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হলো

এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও এগিয়ে গেছেন এনভিডিয়া সিইও। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, তিনি এই মুহূর্তে বিশ্বের ১১তম শীর্ষ ধনী। তার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার।

Advertisement

অথচ ২০১৯ সালে এই তালিকায় ৫৪৬তম ছিলেন জেনসেন হুয়াং। অর্থাৎ, পরের পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ১১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এই সময়ে তার সম্পদ বৃদ্ধির হার ছিল ২ হাজার ২৫০ শতাংশ।

২০২৩ সালের শেষে ধনীর তালিকায় ৭৬তম ছিলেন হুয়াং। ওই সময় তার মোট সম্পদ ছিল ২ হাজার ১০০ কোটি ডলারের। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তার সম্পদ।

চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশ শেয়ার থেকেই বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন ৬১ বছর বয়সী এ ব্যবসায়ী।

আরও পড়ুন>>

Advertisement

‘সর্বকালের সর্বোচ্চ’/ বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে ২ কোটি ২৮ লাখ এক ভুলেই দেউলিয়া বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ?

১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রিমের সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী জেনসেন হুয়াং। শুরু থেকেই তিনি কোম্পানিটির প্রধান নির্বাহী এবং সভাপতির পদে রয়েছেন।

১৯৯৯ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এনভিডিয়া। সাম্প্রতিক বছরগুলোতে এর শেয়ারের দর হু হু করে বাড়তে দেখা গেছে।

চলতি মাসের শুরুর দিকেই বাজারমূল্যে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছিল এনভিডিয়া। গত মঙ্গলবার এর শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৬ ডলারে পৌঁছায়। এর ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা।

বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার এবং অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার কোটি ডলার।

সূত্র: এনডিটিভিকেএএ/