জাতীয়

জাতীয় সংসদের সার্টিফিকেট অব এক্সিলেন্স অর্জন

বাংলাদেশে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের মতামতের ভিত্তিতে জাতীয় সংসদ ভবনকে সার্টিফিকেট অব এক্সিলেন্স প্রদান করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভ্রমণ সাইট ‘ট্রিপ অ্যাডভাইজর’। রোববার সংসদ সচিবলায় সূত্রে এ তথ্য জানা যায়। ট্রিপ অ্যাডভাইজর প্রতিষ্ঠানটি বাংলাদেশে ভ্রমণকারী বিভিন্ন দেশের নাগরিকদের মতামতের ভিত্তিতে বাংলাদেশের দর্শনীয় স্থান ও অপূর্ব নির্মাণ শৈলীর কারণে ২০১৪ সালের এই সনদ প্রদান করেছে।উল্লেখ্য, দৃষ্টিনন্দন ভবনটি দর্শনার্থীদের জন্য অফিস চলাকালীন খোলা থাকে। তবে বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কিছু নিয়ম পালন করতে হয়। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আসা দর্শনার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বরাবর দর্শনার্থীদের নামের তালিকাসহ আবেদন করতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অনুমোদনক্রমে সংসদ অধিবেশনসহ সংসদ ভবন দর্শন করা যায়।বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ট্রেজারি চালানের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।

Advertisement