দেশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এমন অবস্থায় চার বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টির কারণে দুই বিভাগে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
বুধবার (১৯ জুন) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবাণীতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ ১৯ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:
Advertisement
ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের সতর্কবার্তার মধ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক পাহাড়ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও একজন স্থানীয় শিশু।
বুধবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আরএএস/এসএনআর/এমএস
Advertisement