খেলাধুলা

ব্রাজিলের হয়ে যেকোনো ম্যাচই আপনাকে জিততে হবে: মিলিতাও

ব্রাজিলের হয়ে ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ের সুখস্মৃতি রয়েছে ডিফেন্ডার এডার মিলিতাওর। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ডিফেন্ডার কয়েক মাস ধরে ইনজুরিতে ভুগে অবশেষে সুস্থ হয়ে কোপা আমেরিকার জন্য জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

Advertisement

ব্রাজিল এমন এক দল যেখানে প্রত্যেকটা ম্যাচই জিততে হয়। না হলে নিন্দুকদের সমালোচনার ছোড়া তীর ছুটে আসে।

মিলিতাও তাই সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে বলেন, ‘ব্রাজিলের হয়ে আপনাকে যেকোনো ম্যাচই জিততে হবে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা পারবো। এটা শার্টের ওজন অনেক। প্রতিপক্ষকে বিবেচনায় নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে। আমরা যদি ড্র করি তাহলে কিছুটা পিছপা দিয়ে দেবো। আমরা অনুশীলনে ঘাম ঝরাচ্ছি। দরিভাল (ব্রাজিল কোচ) কী বলেছেন, সেটিতে মনোযোগী হচ্ছি। প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ অনেক। কারণ, এটিই আপনাকে দিকনির্দেশনা দিবে টুর্নামেন্টটি কেমন যাবে।’

কোপার আগে প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নেমেছিলেন মিলিতাও। এই ম্যাচে ব্রাজিল ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে।

Advertisement

মিলিতাও বলেন, ‘আমি খুবই খুশি জাতীয় দলের হয়ে খেলতে পেরে। এই প্রজেক্টের অংশ হতে পেরে। অন্য খেলোয়াড়দেরও এখানে দেখতে পেরে ভালো লাগছে। বেরালদো, ব্রেমার, ফ্যাব্রিসিও ব্রুনো এসেছে দলে। ভালো প্রতিযোগিতা হবে আমাদের মধ্যে।’

ব্রাজিল তাদের কোপা আমেরিকা যাত্রা শুরু করবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের অন্য দুই দল হলো- কলম্বিয়া ও প্যারাগুয়ে।

আরআর/এমএইচ/এমএস

Advertisement