আন্তর্জাতিক

ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্প

ইরানের উত্তরপূর্বাঞ্চলে পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক অফিসের প্রধান আলী মনিরি বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ছয় কিলোমিটার।

এই ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন বলেও নিশ্চত করেছেন তিনি। মূলত ভবনধসের ঘটনায় হতাহত হয়েছে।

তাছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে একটি গ্রামে দুইটি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

Advertisement

এই কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দলকে এরই মধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে ইরানের উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৩৩০ কিলোমিটার (প্রায় ২০৫ মাইল) দূরে রাশত শহরের কায়েম হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। এতে ছয় নারী ও তিন পুরুষ মারা যান।

সূত্র: ইরনা নিউজ

Advertisement

এমএসএম