দেশজুড়ে

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন হয়েছে। সেনাপ্রধানের পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাসের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়া সেনাপ্রধানের পক্ষ থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। এসময় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত মুসল্লিরা।

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা গাজী আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, নজির আহম্মেদ, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু প্রমুখ।

Advertisement

মঙ্গলবার সকালে আবুল খায়ের কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা ছিলেন।কাজল কায়েস/কেএসআর