দেশজুড়ে

সাড়ে ৩ হাজার অসহায় পরিবার পেলো কোরবানির মাংস

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাড়ে তিন হাজার অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সাঘাটার ভরতখালি ইউনিয়নে এসকেএস নতুনকুড়ি বিদ্যাপিঠ স্কুল মাঠে প্রত্যেক পরিবারের মাঝে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে মানবিক এ কর্মসূচি বাস্তবায়ন করে।

এ কর্মসূচিতে সাঘাটা উপজেলার পাঁচ ইউনিয়নের দুই হাজার ৫৭৫ পরিবার এবং ফুলছড়ি উপজেলার চার ইউনিয়নের ৮৯০টিসহ মোট তিন হাজার ৫০০টি পরিবারের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।

Advertisement

এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। যাদের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের জন্য আমাদের এ উদ্যোগ।

এসআর/এমএস