জাতীয়

রাস্তার ওপর চামড়া কেনাবেচা, ৭ মৌসুমি ব্যবসায়ীকে জরিমানা

অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় রাজধানীর সায়েন্সল্যাব ও জয়কালী মন্দির এলাকায় সাত মৌসুমি ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় পাঁচ মৌসুমি ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এখানে অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

আরও পড়ুন

Advertisement

অভিজ্ঞতা না থাকায় লোকসানে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা

এদিকে জয়কালী মন্দির এলাকায় রাস্তার ওপর কাঁচা চামড়া কেনাবেচা করায় দুই মৌসুমি ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

অভিযানে অন্যদের মধ্যে ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো উপস্থিত ছিলেন।

আইএইচআর/বিএ/এমএস

Advertisement