দেশজুড়ে

৭ দিনে আয় হলো ২৩ কোটি ৮৩ লাখ টাকা

ঈদযাত্রার গত সাতদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা। ৯ জুন দিনগত রাত ১২টা থেকে রোববার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ যানচলাচল ও টোল আদায় হয়।

Advertisement

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে এক লাখ ৬৯ হাজার ৬৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে পারাপার হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৬১টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ২১টি জেলার ১২-১৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। যানচলাচল বৃদ্ধি ও যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে চারটি বুথ।

Advertisement

১৯৯৮ সালের ২৩ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বঙ্গবন্ধু সেতু।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস