জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তারা আজ কোরবানি দিচ্ছেন।

আরও পড়ুন

Advertisement

ঈদে সারাদেশে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ পশু কোরবানি

দ্বিতীয় দিনে পশু কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ঈদের দিন কসাই পাইনি, তাই আজ কোরবানি দিচ্ছি। ঈদের দিন কসাইদের যে চাহিদা থাকে সেটা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিনে দেখা যায় কসাই পাওয়া যায়, আবার টাকাও কম দিতে হয়। তাই আজ কোরবানি দিচ্ছি।

আরও পড়ুন

বিক্রি হয়নি সাড়ে ২৩ লাখ পশু

নারিন্দার বাসিন্দা আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, ‘আমরা প্রতিবারই পরের দিন কোরবানি দিই। এইডা আমগো ঐতিহ্য। আমগো বাপ-দাদারাও ঈদের পরের দিন কোরবানি দিতো। ওইডা অহন নিয়ম হইয়া গেছে। আজকে ঝামেলাও কম। তাই আইজকাই কোরবানি দিতাছি।’

Advertisement

আইএইচআর/এমকেআর/জেআইএম