বর্ষার প্রথম দিনে
Advertisement
ভুলে যাওয়াই তো মানুষের কাজ,নিজেকে তাই মানুষ বলেই মনে হয়।আমিও ভুলে যাই আর সব মানুষের মতো—ভুলে যাই বর্ষার গানকদমের ফুলব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।
ভুলে যাই চিরচেনা নদীবানের জলবিলের শাপলাঅবাধ্য কচুরিপানাদুরন্ত বাতাস।
ভুলে যাই পালতোলা নাওভাটিয়ালি গাননায়ওরির মুখকৃষাণের আলস্য সুখ।
Advertisement
ভুলে যেতে পারি বলেই আজওনিজেকে মানুষ ভাবতে পারি,শুধু আষাঢ়ের প্রথম দিনেইসবকিছু মনে পড়ে জাতিস্মরের মতো।
****
গত বরষার পরে
এখন কেবলই মনে হয়—তুমিই যেন বরষা আমার।
Advertisement
তুমি এসেছো—আমি সিক্ত হয়েছি,পেয়েছি শীতল পরশ।
কেন তুমি দেরি করে এলে?এত তাপ কী করে সই বলো?এত অভিমান কেন তোমার?
গত বরষার পরে তোমারই অপেক্ষায় ছিলাম—তুমি আসবে বলে।
এসইউ/জেআইএম