গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বন্ধু। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
Advertisement
সোমবার (১৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটির ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব নামের আরেকজন। রাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত নাজিম খরতৈইল এলাকার মো. নাজিমের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
Advertisement
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে টঙ্গীর দিকে আসছিলেন। মোটরসাইকেলটি টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটির ফ্লাইওভারের ওপরে উঠলে বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নেওয়া পথে দেলোয়ার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। নাজিম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ঢামেক ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
Advertisement