দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গরু-মহিষের আক্রমণ ও ছুরিকাঘাতে আহত ৭০

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর আঘাতে ও ছুরিকাঘাতে ৭০ জন আহত হয়েছেন। পরে তারা হাসপাতালে চিকিৎসা নেন।

Advertisement

সোমবার (১৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন আহতরা।

আরও পড়ুন

গরুর গুঁতায় ভেঙেছে হাড়, ছুরি ফসকে কেটেছে হাত-পা

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুপুর ১টা পর্যন্ত আহত ৭০ জন চিকিৎসা নিয়েছেন। জবাই করার সময় গরু ও মহিষের আক্রমণে এবং ছুরির আঘাতে তারা আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, শান্তিপূর্ণ পরিবেশে জেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস