দেশজুড়ে

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ট্রেন লাইনের লুপ লাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনে এলাকায় সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুপলাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শিগগির উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Advertisement

এম মাঈন উদ্দিন/বিএ/জিকেএস