জাতীয়

নৌপথে নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে কোস্টগার্ডের টহল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ, খেয়া, ফেরিঘাটগুলোতে টহল দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

Advertisement

শনিবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাটসমূহে টহল দেওয়া হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানগুলো তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

কোস্টগার্ডের এ কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদে গন্তব্যে ফেরা পর্যন্ত চলমান থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

টিটি/এমএইচআর/জেআইএম