দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে যানজট নেই

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেই কোনো যানজট। ফলে ঈদে ঘরমুখো মানুষ বেশ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। তবে বিকেলের পরে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Advertisement

শনিবার (১৫ জুন) দুপুরে মহাসড়কের আদুরিয়া থেকে কাচপুর পর্যন্ত যান যানবাহন চলাচলে স্বাভাবিক চিত্র দেখা গেছে। কোথাও যানজট নেই। তবে ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে কোনো থ্রি-হুইলার উঠতে না দেওয়া, গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ, বাসস্ট্যান্ডের যানবাহন সড়ক দখল করে রাখা রোধ, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেই যানবাহন অপসারণে রেকার প্রস্তুত করে রাখাসহ নানা কারণে এবার যানজট কমেছে। যেসব স্থানে যানজটের শঙ্কা রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় কথা হয় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জের যাত্রী আমিনুলের সঙ্গে। তিনি বলেন, ‘এ পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি। সড়ক প্রায় ফাঁকা বলা চলে। এতে খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পেরেছি। এখান থেকে বাসে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবো। আশা করছি, বাকিটা পথও স্বস্তির হবে।’

Advertisement

স্টাফ কোয়ার্টার থেকে ভুলতা গাউছিয়া চলাচলকারী লেগুনাচালক জাকির হোসেন বলেন, ‘মহাসড়কে কোথাও যানজট নেই। আজ গাড়ি চালাতে কষ্ট হয়নি। যানজটের ভোগান্তি নেই।’

নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী ইস্কান্দার মিয়া বলেন, ‘মহাসড়কের কোনো পয়েন্টে যানজট চোখে পড়েনি। একটানে কাচপুর থেকে গাউছিয়া চলে এসেছি। প্রতিদিন এমন সড়ক থাকলে কতই না ভালো হতো!’

হাইওয়ে পুলিশের টিআই আশরাফ জাগো নিউজকে বলেন, এবার আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে। ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট সৃষ্টিকারী স্পটগুলোতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি রয়েছে।

এসআর/জেআইএম

Advertisement