সিঁড়িতে রেলিং না দেওয়ায় ও নিয়ম না মেনে পল্টুনে ভেড়ানোর চেষ্টা করায় ঢাকার সদরঘাটে দুটি লঞ্চকে জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
Advertisement
শনিবার (১৫ জুন) সকালে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপ-পরিচালক এহতেশামুল পারভেজ।
তিনি জানান, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় এমভি গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চটির সিঁড়িতে রেলিং না দেওয়ায় ৩ হাজার টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌ-পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
আরও পড়ুন>
Advertisement
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
তিনি জাগো নিউজকে বলেন, 'সকালের দিকে সদরঘাটে যাত্রীদের তেমন ভিড় ছিল না। বিকেলে যাত্রীর চাপ বাড়তে পারে। আমরা সদরঘাটে গিয়ে কিছু অনিয়ম পেয়েছি। এজন্য দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।'
সোমবার (১৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গত ঈদুল ফিতরের সময় সদরঘাটে লঞ্চের রশি ছিড়ে ঘটনাস্থলে পাঁচজন যাত্রী নিহত হয়েছিলেন।
আরএমএম/এসআইটি/এএসএম
Advertisement