খেলাধুলা

নেপালের লামিচানেকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

দীর্ঘদিন পর নেপালের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন সন্দ্বীপ লামিচানে। মিস্ট্রি স্পিনার হিসেবেই বেশি পরিচিত এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় খেলতে পারেননি প্রথম দুই ম্যাচ। সকল সমস্যা কাটিয়ে এখন দলে ফিরেছেন এই স্পিনার। ২৩ বছর বয়সী এই স্পিনারকে নিয়ে একটু বেশিই সতর্ক প্রোটিয়ারা।

Advertisement

আগামীকাল শনিবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময়) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নেপাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে অপরাজিত থেকেই পরের রাউন্ডে যাওয়ার ছক কষছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে এখনো সুপার এইটের স্বপ্ন জিইয়ে রাখা নেপালের সামনে শক্তিশালী প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লামিচানেকে নিয়ে বলেন, ‘হ্যা, আমরা জানি সে রহস্যময় এক স্পিনার। যেকোনো রহস্যময় স্পিনারকে খেলাটা কঠিন। কিন্তু আমি জানি, সতীর্থরা কীভাবে তার চ্যালেঞ্জ মোকাবেলা করবে।’

২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই স্পিনার ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে ৬.২৯ ইকোনমি রেটে নিয়েছেন ৯৮টি উইকেট।

Advertisement

তুলনামূলক দুর্বল হলেও রাবাদা নেপাল দলকে অতটা সহজ প্রতিপক্ষ মনে করছে না। এ বিষয়ে প্রোটিয়া পেসার বলেন, ‘এটা অন্যসব আন্তর্জাতিক ম্যাচের মতই। আমরা তাদেরকে সহজ প্রতিপক্ষ মনে করছি না। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলবো তাদের হারাতে।’

নিউ ইয়র্কের বোলিং সহায়ক পিচে বোলিংটা বেশ উপভোগ করেছেন রাবাদা। তার কণ্ঠেই শোনা যায় সেই স্তুতির বাণী। রাবাদা বলেন, ‘বোলার হিসেবে অবশ্যই আমি খুব উপভোগ করেছি শতভাগ। কিন্তু এখন পুরোপুরি আলাদা পরিস্থিতি।’

আরআর/এমএইচ/

Advertisement