কুয়েতের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪৫ ভারতীয় নিহত হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার করে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Advertisement
বুধবার (১২ জুন) ভোরে কুয়েতের রাজধানী কুয়েত সিটির দক্ষিণে মানগাফ এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান গ্রাসে পুড়ে মৃত হয় ৪৯ জনের। তার মধ্যে বেশিরভাগই ভারতীয়। তাছাড়া নিহত শ্রমিকদের মধ্যে মিশর, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইনের বাসিন্দাও রয়েছেন।
এরই মধ্যে নিহত ভারতীয়দের মরদেহ নিয়ে রওয়ানা দিয়েছে বিশেষ একটি প্লেন। এটি সরাসরি ভারতের কেরালায় অবতরণ করবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কেরালার ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাকিরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা, যাদের মধ্যে ৬ জন তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এর আগে অগ্নিকাণ্ডে নিহত ভারতীয়দের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, মর্মান্তিক এই দুর্ঘটনায় ৪৫ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক বাসিন্দাও রয়েছেন।
Advertisement
এদিকে, আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বহুতল ভবনটিতে গ্যাস লিক হওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে সরকারিভাবে এখনো কিছু জাননো হয়নি। কুয়েত সরকারের পক্ষ থেকে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েতের এই ঘটনার পর বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নবগঠিত সরকারকে পশ্চিম এশিয়ায় কর্মরত ভারতীয়দের সুরক্ষার বিষয়টি দেখভালের আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
Advertisement