দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ৪০ হাজার গাড়ি পার

কোরবানির ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার ঘরমুখো মানুষ। ফলে যানবাহনের চাপ দিগুণ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় এ সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের চেয়ে দিগুণেরও বেশি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

Advertisement

শুক্রবার (১৪ জুন) বিকেলে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৪০ হাজার ৯০৬টি যানবাহন। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২২ হাজার ৬৪৫ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৮ হাজার ২৬১ গাড়ি চলাচল করেছে।

এরমধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

তিনি আরও জানান গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দিগুণেরও বেশি গাড়ি পারাপার হয়েছে। তবে আজকে এ সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

এমএ মালেক/আরএইচ/এএসএম