সাহিত্য

গহীন অন্ধকারে একা একা দৌড়াই এবং অন্যান্য

গহীন অন্ধকারে একা একা দৌড়াই

Advertisement

গহীন অন্ধকারে একা একা দৌড়াই।অনুপম বলেছিল, কবিতা পারি নাফেসবুকিং পারি শুধুলিটলম্যাগ জানে কবিতার পুরত্ব ও ওজন।

ঝরাপাতা ওড়ে, সবুজপাতা উথলায়সবুজ জানে না পরবর্তী গন্তব্যগহীন অন্ধকারে একা একা দৌড়াই আমিহ্যামিলিয়নের বাঁশি বের করবো কি না ভাবছিভাবছি আর হাঁটছিগহীন অন্ধকারে ভাবনা আর চিন্তার নীড়।

জন্মের সময় একাই লড়েছিমৃত্যুর সময়ও একাই লড়তে হয়বাঁশি হাতে একাই নেমে পড়ি লড়াইয়েগহীন অন্ধকারে একা একা দৌড়াইদিনের শত্রুদের সঙ্গে লড়াই করি নারাতের শত্রুদের চিনে নিতে চাই।

Advertisement

গহিন অন্ধকারে একা একা দৌড়াইআলো দেখি অনেক দূরে।

****

রাতজুড়ে লিখি রোজনামচা

এপারে ঝড় মাঝে নির্মল স্রোতওপ্রান্তে পলাশ বন, মল্লিকা ঝলমলমেঘভাঙা আকাশ ক্লান্ত মননৌকা নিয়ে যাই দূরের ওপার।

Advertisement

পথে-পথে ঘাটে, ভারী ভারী রোদউসকায় ঝামেলাখাবারের খোঁজে পাখিদের দলভাঙা দল, একাকী কেউ, শামুক, খঞ্জনামেঘ-ঝড় করে আলিঙ্গন।

এপারে প্রবল ঝড়, ওপারে রয়েছে সোনার দুয়ারচলি পথ, মাঝে মাঝে ঝড়দলফিরে আসি এপার, বারবারপ্রতি রাতজুড়ে লিখি রোজনামচা।

****

একা থাকার আকুলতা বোঝে না অন্ধকার

আর ভালো লাগে না এই অন্ধকার সময়।

হামাগুড়ি দিয়ে ডুবে গেল সূর্যচুপিচুপি উঠে এলো নিস্তব্ধতাবারান্দায় আরাম কেদারায় হাতে চায়ের কাপঝিমিয়ে পড়ে উদ্যম, ঘুমিয়ে যায় মস্তিষ্কএরপর অন্ধকারশুধুই অন্ধকার।এরপর বৃষ্টি। তুমুল বৃষ্টি।জলে জলে পাথার, সামনে

এসইউ/জিকেএস