বাবাকে খুশি করতে কান্না
Advertisement
রিয়ার বয়স মাত্র ৫ বছর। একদিন সে খুব কাঁদছে। বাসের বাসার আন্টি দেখছেন রিয়া অনেকক্ষণ থেকে কেঁদেই যাচ্ছে। একসময় তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন—
আন্টি: রিয়া তুমি কাঁদছ কেন?রিয়া: বাবা মেরেছেন।আন্টি: খুব ব্যথা পেয়েছ বুঝি!রিয়া: মোটেও না।আন্টি: তাহলে কাঁদছ যে!রিয়া: বাবাকে খুশি করার জন্য।
****
Advertisement
৫ টাকা বাচাতে বাসের পিছনে দৌড়
রঞ্জু ও হাবলুর মধ্যে কথা হচ্ছে—রঞ্জু: জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।হাবলু: কীভাবে?রঞ্জু: আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি। যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হত।হাবলু: ইশশ, তুই যা গাধা না!রঞ্জু: পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?হাবলু: আরে ব্যাটা, বাসের পেছনে না দৌড়ে যদি ট্যাক্সির পিছনে দৌড়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কী!
****
চিকিৎসক বিয়ে করতে গেলে যা হয়
Advertisement
এক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের। বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে তার হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন—
চিকিৎসক বর: খুব উত্তেজিত মহিলা তো। তারপরে বললেন, জিভ দেখি।
কেএসকে/জিকেএস