সি-গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় দল হিসেবে সেরা আটে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে আফগানিস্তান।
Advertisement
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালাকে।
আজ আফগানিস্তান জিতলেই গ্রুপে বাকি তিন দল-নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও উগান্ডার বিদায় নিশ্চিত হয়ে যাবে।
পাপুয়া নিউগিনি একাদশ
Advertisement
আসাদ ভালা (অধিনায়ক), টনি উরা, সেসে বাউ, লেগা সিয়াকা, হিরি হিরি, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, নরম্যান ভানুয়া, আলেই নাও, জন কারিকো, সেমো কামেয়া।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, নবীন-উল হক, ফজলহক ফারুকি।
এমএইচ/
Advertisement