জাতীয়

ক্ষতিগ্রস্ত সোয়া দুই লাখ কৃষককে ১৬ কোটি টাকার প্রণোদনা

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার বাবদ ১৬ কোটি ১১ লাখ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। ২৫ জেলার সোয়া দুই লাখ কৃষক এ সহায়তা পাবেন।

Advertisement

বৃহস্পতিবার (১৩ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের (উফশী জাত) বীজ ও সার বাবদ ১৬ কোটি ১১ লক্ষ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে।

২৫ জেলার ২ লাখ ২৭ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক এ প্রণোদনা পাবেন। ইতোমধ্যে এ বিষয়ে সরকারি আদেশ জারি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

আরএমএম/এমআইএইচএস/জেআইএম