জাতীয়

সীমিত সামর্থ্যের মধ্যে এবারও ঈদযাত্রায় ভালো করতে চাই: মন্ত্রী

ঈদ উদযাপনের জন্য যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে এবারও চেষ্টা করা হচ্ছে। সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদযাত্রায় এবারও ভালো করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

Advertisement

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, আমরা সফলতার সঙ্গে বুধবার (১২ জুন) যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। যা সম্ভব হয়েছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায়। আমরা চেষ্টা করছি যে সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে।

তিনি আরও বলেন, সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে প্রতিদিন ৬৪টি ট্রেন ছেড়ে যায়। আজ দু’একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।

Advertisement

এসময় তিনি স্টেশনের ট্রেনে থাকা ঘরমুখো যাত্রীদের শুভেচ্ছা জানান এবং চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা।

এনএস/এমআইএইচএস/জিকেএস

Advertisement