খেলাধুলা

আইপিএলের বেঞ্চে বসেই বিধ্বংসী হওয়ার প্রস্তুতি নিয়েছেন রাদারফোর্ড

পুরো আইপিএল বেঞ্চে বসেই কাটিয়েছেন শেরফেন রাদারফোর্ড। নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে হতে দেখেছেন চ্যাম্পিয়ন। খেলতে না পারলেও এই অলরাউন্ডার আইপিএলে বসেই প্রস্তুতি নিয়েছেন বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি আলোও ছড়ালেন বৃহস্পতিবার।

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হাল ধরেছেন রাদারফোর্ড। একসময় ৭২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওখান থেকে দলকে এনে দেন ৯ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। এ ম্যাচের পর নিজের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি।

রাদারফোর্ড বলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। দুই মাস আইপিএলে ছিলাম। আমি না খেললেও প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এমন কিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম।’

‘এই ইনিংসটাকে শেষ অবধি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আমি ও (ড্যারন) স্যামি এটা নিয়ে কথা বলছিলাম। আমরা ইনিংসটা শেষ অবধি নেওয়ার কথা বলেছি। এর আগে স্ট্রাইক রোটেট করে পরে এটাকে কাজে লাগানোর চেষ্টার পরিকল্পনা ছিল।’

Advertisement

ইনিংস টেনে নিলেও একটা সময় অবধি ওয়েস্ট ইন্ডিজের রানকে যথেষ্ট মনে হচ্ছিল না। কিন্তু শেষ ২ ওভারে ৩৭ রান আসে তাদের। শেষ অবধি ১৩ রানে ম্যাচ হারে নিউজিল্যান্ড। ওই দুই ওভারে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন রাদারফোর্ড।

তিনি বলেন, ‘তাদের বোলিং লাইনআপ দেখে আমি জানতাম যে দুই ওভার কম ছিল। এজন্য ইনিংসটা শেষ অবধি টেনে নিয়ে যেতে চেয়েছি। ওই ওভারগুলোতে সর্বোচ্চ রান করতে চেয়েছিলাম। এটাই পরিকল্পনা ছিল, আমার মনে হয় ভালো কাজই হয়েছে।’

আইএইচএস/জেআইএম

Advertisement