জাতীয়

‘সামাজিক মূল্যবোধ ও সচেতনতা দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে’

সামাজিক মূল্যবোধ ও সচেতনতা দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনী।

Advertisement

বুধবার (১২ জুন) পটিয়া পৌরসদরের খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে স্কুলপর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন।

Advertisement

উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপ্রক উপজেলা শাখার সহ-সভাপতি আবুল খায়ের, সদস্য ড. সংঘপ্রিয় থেরো, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন, রোকেয়া আকতার ও সাংবাদিক শফিউল আজম।

বিতর্ক প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় সেমিফাইনালে খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

বৃহস্পতিবার সকালে একই ভেনুতে ‘রাজনৈতিক স্বদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’ বিষয়ের ওপর সেমিফাইনালের দুই বিজয়ী ফাইনালে অংশ নেবেন।

এমডিআইএই/বিএ/জেআইএম

Advertisement