ভারতের পশ্চিমবঙ্গে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
ডব্লিওএইচও জানায়, গত ফেব্রুয়ারিতে ওই চার বছরের শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জ্বরের সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্টের লক্ষণ ছিল তার। পরে পরীক্ষা করে তার শরীরে বার্ড ফ্লু ধরা পড়ে।
পরীক্ষা করে দেখা যায়, বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯এন২ ধরনে সংক্রমিত হয়েছে শিশুটি। মে মাসে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, শিশুটি বাড়িতে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শিশুটির পরিবারের আর কেউ সংক্রমিত নন। কারও শরীরেই ভাইরাস পাওয়া যায়নি।
Advertisement
বলা হয়েছে, মানবদেহে বার্ড ফ্লুর সংক্রমণের ক্ষেত্রে ভারতে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১৯ সালেও একটি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল।
১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক টার্কির দেহে প্রথম এইচ৯এন২ ভাইরাস শনাক্ত করা হয়েছিল। সাধারণত হাস-মুরগির বার্ড ফ্লু হয়ে থাকে। মানুষের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ নজিরবিহীন।
সূত্র: রয়টার্স
এমএসএম
Advertisement