খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে ২৮০ বস্তা গম জব্দ করেছে পুলিশ। এসময় পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ট্রাকচালক আব্দুল জলিলকে (৩৬) আটক করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১১ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেলছড়ির আমবাগান এলাকা থেকে ট্রাকবোঝাই এসব গম জব্দ করা হয়।
আটক আব্দুল জলিল (৩৬) মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দ্যেশ্যে তাইন্দং থেকে গম বোঝাই ট্রাক চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার আমবাগান এলাকা থেকে গম ভর্তি ট্রাকসহ চালককে আটক করে।
Advertisement
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃঞ্চ ধর জাগো নিউজকে বলেন, ট্রাকসহ গম জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। জব্দকৃত গমের বাজারমূল্য সাত লাখ টাকা হতে পারে।
মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জেআইএম