খেলাধুলা

‘নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার এটাই আদর্শ সময়’

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে নিউজিল্যান্ড। শুধু হারেইনি, হারটা ছিল বড় ব্যবধানে। আফগানদের করা ১৫৬ রানের জবাবে স্রেফ ৭৫ রানে অলআউট হয়ে গেছে কিউইরা। এমন হারের পর ঝুলে গেছে তাদের বিশ্বকাপ ভাগ্যও।

Advertisement

এখন বাকি তিন ম্যাচ জেতার বিকল্প খুব একটা নেই নিউজিল্যান্ডের সামনে। বৃহস্পতিবার ভোরে তারা মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচের আগে ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল তো বলেই দিয়েছেন, আদর্শ সময়েই তারা মুখোমুখি হচ্ছেন নিউজিল্যান্ডের।

পাওয়েল বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য যদি আদর্শ সময় থাকে তাহলে আমার মনে হয় সেটি এখন। তারা এখন ভীষণ চাপে আছে। কারণ এই ম্যাচের ফলের উপর নির্ভর করবে তারা পরের পর্বে যাবে কি না। তবে এটা বলার সঙ্গে, আমরা নিউজিল্যান্ডের উপর ফোকাস করছি না, নিজেরা কি করতে পারি সেটাতেই নজর রাখছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প রানের ম্যাচ হওয়ার পূর্ভাবাস দিয়ে তিনি বলেন, ‘যেহেতু বৃষ্টি আছে, এটা স্কোরে একটা ভূমিকা রাখতে পারে। যদি গ্রাউন্ডসম্যানরা যথেষ্ট সময় না পায় ভালো উইকেট দেওয়ার। বৃষ্টি এলে এটা একটা সমস্যা। আপনি রোদের মধ্যে যথেষ্ট সময় রাখতে পারবেন না উইকেট। আশা করি কালকে আবহাওয়া ভালো থাকবে।’

Advertisement

এবার বিশ্বকাপের শুরুটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে তাদের জন্য অতীত থেকে খুব একটা সুখস্মৃতি নেই। আগের আট আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেননি স্বাগতিকরা।

এ নিয়ে রভম্যান পাওয়েল বলেন, ‘আপনি যদি ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুবিধার কথা বলেন এটা বিশাল সুবিধা। আমরা যদি ছুটে গিয়ে বিশ্বকাপ জিততে পারি তাহলে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা প্রথম দল হবো।’

আইএইচএস/এএসএম

Advertisement