দেশজুড়ে

বান্দরবানে কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মে) সকালে রুমা পাইন্দু ইউপির জুর্ভারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত ভানলাল খিয়াং বম (৩৭) জুর্ভারাং পাড়া এলাকার লালমিন সম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুর্ভারাং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির পরণের পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের হওয়ায় যৌথ বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নয়ন চক্রবর্তী/এফএ/এমএস