প্রতিবছরের মতো এবারও যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা কয়ার বটতলা মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
Advertisement
মঙ্গলবার (১১ জুন) কয়েক হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠে বসে গ্রামীণ মেলা। সকাল থেকেই আশপাশের জেলাসহ বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা, মালঞ্চি, নারিকেলবাড়িয়া, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, চাড়াভিটা, দোহাকুলা, ধলগ্রামসহ বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ মাঠে জড়ো হতে থাকেন।
প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে।
Advertisement
ঘোড় দৌড় দেখতে আসা সোহেল রানা বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। হাজারো দর্শকের উপস্থিতিতে আপ্লুত হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্য মনে পড়ে গেলো।’
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঢাকায় থাকি। বেড়াতে না এলে হয়তো সরাসরি ঘোড়দৌড় দেখা হতো না। এ প্রতিযোগিতা দেখে আমি খুব আনন্দিত ও খুশি।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজি।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সংগঠক মাশরুল আলম প্রমুখ।
Advertisement
মিলন রহমান/এসআর/এমএস