আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিহত ৪৯

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন।

Advertisement

হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার ডুবে যাওয়া নৌকাটিতে ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সোমালিয়ার উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।

সৌদি আরবসহ অন্যান্য আরব দেশে পৌঁছাতে ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করছে হর্ন অফ আফ্রিকা ও পূর্ব আফ্রিকার শরণার্থীরা। সম্প্রতি ঝুঁকিপূর্ণ রুটটির ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে।

Advertisement

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, সেখান থেকে ৭১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্য থেকে আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া নিহতদের মধ্যে ছয় শিশু ও ৩১ নারী রয়েছেন।

এপ্রিলে ইয়েমেন যাওয়ার পথে জিবুতি উপকূলে এ ধরনের দুর্ঘটনায় ৬২ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Advertisement