রাজনীতি

নিবন্ধন বাতিলের ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকীর দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে ভোটে কোনো খরচ হয়নি বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার এই দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়া দলটি তা থেকে মুক্ত হলো।

Advertisement

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে কৃষক শ্রমিক জনতা লীগ।

বৈঠকে শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা জানিয়ে দিয়েছি আমাদের কোনো খরচ হয় নাই। আমরা প্রাইমারি স্কুলের ছাত্র না যে আমাদের পড়ার হিসাব দিতে হবে। একটা দূরত্ব ছিল। তারা হয়তো আমাদের লেখা স্পষ্ট করে বুঝতে পারেনি। অথবা আমরা তাদের বুঝাতে পারিনি এটা মিটে গেছে।

আজকে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে কৃষক শ্রমিক জনতা লীগ খুশি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তাদের কথাবার্তার মধ্যে অনেক ম্যাচুয়িরিটি লক্ষ্য করেছি।

Advertisement

এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমরা খরচ করিনি হিসাব দেইনি। আমরা একটা নিবন্ধিত দল। যে দলের ৮০ ভাগ বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে সেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কতটা সুনাম হবে? নির্বাচন কমিশনের কতটা সুনাম হবে এটা ভেবে দেখা দরকার।

ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে যে ভুলত্রুটি আছে তারা যাতে এগুলো দূর করতে পারে। সেজন্য যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে যথেষ্ট।

একই বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল এসেছিলেন। নির্বাচন কমিশন থেকে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল; বিশেষ করে তাদের যে নিবন্ধন বাতিলের বিষয়ে। তাদের ব্যয় বিবরণী জানতে চেয়েছিলাম। এটা আইনের বিধান রয়েছে। আরপিও অনুযায়ী দলগতভাবে যে ব্যয় করতে হয় তার একটা হিসাব দিতে হয়।

তিনি বলেন, ওনাদের বক্তব্য অনুযায়ী, ওনারা ৮ মে যেটা জমা দিয়েছেন ওটাই তাদের ব্যয় বিবরণী। এখন এ বিষয় আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্রহণ করেছে। ওটাকে ব্যয় বিবরণী হিসেবে ধরা হয়েছে। এরসঙ্গে বিস্তারিতভাবে আরও একটা ব্যয় বিবরণী জমা দেবে তারা।

Advertisement

এমওএস/জেডএইচ/জিকেএস