আন্তর্জাতিক

শরিকদের কোন কোন মন্ত্রণালয় দিলো বিজেপি

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ঘোষণা হয়েছে ভারতে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো প্রধান মন্ত্রণালয়গুলো বরাবরের মতোই নিজেদের হাতে রেখেছে বিজেপি। তবে এনডিএ জোটের শরিকরাও পেয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

Advertisement

জানা গেছে, মোদী ৩.০ সরকারে বিজেপির ১১ মিত্র মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেয়েছেন পাঁচজন।

গত রোববার (৯ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। তার পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার আরও ৭১ সদস্য। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৩০ জন হয়েছেন, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

একনজরে দেখে নেওয়া যাক বিজেপি মিত্রদের মধ্যে মন্ত্রিসভায় কে কোন পদ পেলেন-

Advertisement

টিডিপি নেতা কে রাম মোহন নাইডু পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব।

এলজেপি-আরভি নেতা চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছেন।

আরও পড়ুন>>

টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হলো যাদের মোদীর নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লো যেসব পরিচিত মুখ

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি এমএসএমই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

Advertisement

জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং (লালন সিং) হয়েছেন পঞ্চায়েতি রাজ এবং পশুপালন মন্ত্রী।

কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রীর ভার পেয়েছেন।

দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী।

আয়ুষ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন শিবসেনা নেতা প্রতাপরাও যাদব।

আরও পড়ুন>>

মোদীর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, নেই বড় চমক মোদীর মন্ত্রিসভায় ‘নারীশক্তি’ কমলো এক যুগ ধরে পূর্ণ মন্ত্রী পায় না পশ্চিমবঙ্গ, শিকে ছিঁড়লো না এবারও

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জেডিইউ নেতা রাম নাথ ঠাকুর।

রামদাস আঠাওয়ালে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

টিডিপির ডা. চন্দ্রশেখর পেমমাসানি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।

স্বাস্থ্য ও সার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আপনা দলের (সোনিলাল) অনুপ্রিয়া প্যাটেল।

সূত্র: দ্য ইকোনমিক টাইমসকেএএ/