খেলাধুলা

দলকে কারা নষ্ট করেছে, বিশ্বকাপের পর খোলাখুলি বলবেন শহিদ আফ্রিদি

বিশ্বকাপে পাকিস্তান দলের অবস্থা ভালো নয়। টানা দুই ম্যাচে তাদের অবস্থান এখন খাদের কিনারায়। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে আর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাবর আজমের দল।

Advertisement

অভিজ্ঞতায় ঠাসা ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার নিয়েও কেন ভালো করতে পারছে না পাকিস্তান, এই প্রশ্ন এখন যেকোনো ক্রিকেটপ্রেমীর। কারণ তো অবশ্যই আছে, এটি সকলের কাছে পরিষ্কার।

একই ধরনের কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনিও দলের এমন অবস্থার পেছনের অনেক কারণ জানেন বলে দাবি করেছেন। এমনকি এসব বিষয় সবার সামনে প্রকাশ করারও হুমকি দিয়েছেন তিনি। তবে এখন নয়। বিশ্বকাপ শেষ হওয়ার পর সবকিছু খোলাখুলি বলবেন আফ্রিদি।

শহিদ আফ্রিদির উদ্ধৃুতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জিও নিউজ বলেছে, ‘সে অনেক কিছু জানে এবং আমিও জানি। কিন্তু আমরা খোলাখুলি কথা বলতে পারি না। আমি বিশ্বকাপের পরে খোলাখুলি কথা বলবো। আমাদের লোকেরা নিজেরাই দলের একতাকে নষ্ট করেছে।’

Advertisement

সাক্ষাৎকারে মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদির বিষয়েও শহিদ আফ্রিদিকে জিজ্ঞেস করা হয়। তবে এই প্রশ্ন আপাতত এড়িয়ে গেছেন শহিদ আফ্রিদি। পরে এ বিষয়ে বিস্তারিত তিনি বলবেন জানিয়েছেন।

শহিদ আফ্রিদি বলেন, ‘আমি যদি কোনো বিষয়ে কথা বলি, লোকেরা বলবে যে আমি আমার জামাইকে সমর্থন করছি। যদিও আমি সে ধরনের মানুষ নই। যদি আমার মেয়ে, ছেলে বা জামাই ভুল করে, আমি তাদেরও ভুলই বলবো।’

এমএইচ/জেআইএম

Advertisement