আন্তর্জাতিক

পাকিস্তানে মূল্যস্ফীতি ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন, কমলো সুদের হার

মূল্যস্ফীতি কমায় উল্লেখযোগ্য হারে সুদের হার কমিয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। সোমবার (১০ জুন) দেশটির কেন্দ্রীয় ব্যাংক ১৫০ বেসিস পয়েন্টভিত্তিতে সুদের হার কমায়।

Advertisement

গত প্রায় চার বছরের মধ্যে এই প্রথম সুদের হার কমালো অর্থনৈতিকভাবে সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি।

বাজেট ঘোষণার দুই দিন আগে সুদের হার কামিয়ে ২০ দশমিক ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাছাড়া মে মাসে দেশটির মূল্যস্ফীতি কমে ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন ১১ দশমিক ৮ শতাংশ হয়েছে।

আরও পড়ুন>

Advertisement

মোদীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেবে চীন-পাকিস্তান

দেশটির মুদ্রানীতি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারির পর মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে, যা প্রত্যাশিত ছিল।

এদিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি।

২০২৩ সালের মে মাসে দেশটির প্রবাসীরা ২ দশমিক ১০৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়ে ছিল।

দেশটিতে চলতি অর্থবছরের ১১ মাসে মোট ২৭ দশমিক ০৯৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৭ শতাংশ বেশি।

Advertisement

সূত্র: জিও নিউজ

এমএসএম