ভ্রমণ

কোটি পর্যটকের পছন্দ প্যারিস

বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রথম পছন্দের দেশ ফ্রান্স, এ খবর নতুন কিছু নয়। ক্রমেই যেন আইফেল টাওয়ার ও লুভ মিউজিয়ামের  দেশ ফ্রান্স তার এ আসন পাকাপুক্ত করে নিচ্ছে। গত  কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে বিশ্বের কোটি পর্যটকের মন জয় করে চলেছে পশ্চিম ইউরোপের এই  দেশ ফ্রান্স। চলতি সপ্তাহে  প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় প্যারিস ও এর আশপাশের এলাকা নিয়ে গঠিত "ইল দ্যু ফ্রান্স রেজিওন" বিশ্বের সৌন্দর্য পিপাসু পর্যটকদের  প্রথম পছন্দ তালিকায় রয়েছে । Comite regional du tourisme-এর সর্বশেষ প্রকাশিত এ জরিপে দেখা যায় ২০১৩ সালের জুলাই মাস থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত এক বছরে ৪৭ মিলিয়ন পর্যটক প্যারিস তথা `ইল দ্যু ফ্রান্স` ভ্রমণ করেছে, যা একক রেজিওন হিসাবে বিশ্বে প্রথম। এর মধ্যে ২৭ মিলিয়ন ফরাসি যারা ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে প্যারিস পরিদর্শন করেছেন। এছাড়া ১৯ মিলিয়ন পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শিল্প সংস্কৃতির এ শহরকে দেখতে। বিদেশী পর্যটকদের মধ্যে আবার ব্রিটেন, আমেরিকা এবং ইতালির ভ্রমণকারীরা আছেন শীর্ষে। একই সময়ে প্যারিসের পার্শ্ববর্তী শহর বৃহত্তর লন্ডন ভ্রমণ করেছেন ৩৫ মিলিয়ন পর্যটক।এ সকল পর্যটক প্যারিসের বিভিন্ন আবাসিক হোটেল ১৮৪ মিলিয়ন সমান রাত কাটিয়েছেন। একজন পর্যটক গড়ে চার রাত প্যারিসের যে কোন হোটেলে কাটিয়েছেন। এজন্য পর্যটকরা এসময় ফ্রান্সে ২২ বিলিয়ন ইউরো ব্যয় করেছেন। আবার পর্যটকদের শতকরা ৬০ ভাগ ইল দ্যু ফ্রান্সের মধ্যে প্যারিসেই অবস্থান করছেন, শতকরা ১০ ভাগ Hauts-de-Seine, এছাড়া শতকরা ৮.৫ Seine-et-Marne এলাকায় অবস্থান করেছেন।এসকল পর্যটকের প্রায় ৯৩ ভাগই প্যারিস ভ্রমণ করে বেজায় খুশি এবং সন্তুষ্ট। আবার এদের তিনভাগের দুই ভাগ পর্যটকই জীবনে আরেকবার হলেও প্যারিস ভ্রমণের আগ্রহ প্রকাশ করেন।

Advertisement