জাতীয়

১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে অনিবন্ধিত সিম

সরকারের নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের (শনিবার) মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে ১ মে (রোববার) সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার জাতীয় প্রেসক্লাবে বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের সচেতনতা বাড়াতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের আয়োজিত এক র্যালির পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তারানা হালিম বলেন, ‘প্রথমদিন তিন ঘণ্টা অকার্যকর থাকার দুই একদিন পর অনিবন্ধিত সিম আবার কিছু সময়  বন্ধ থাকবে। এভাবে এক সময় সিমটি একেবারেই বন্ধ  হয়ে যাবে।’এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘গত দুই সপ্তাহে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই গতি যদি অব্যাহত থাকে তাহলে আমাদের টার্গেট পূর্ণ হবে। আজ (রোববার) পর্যন্ত আমরা সাত কোটি অতিক্রম করেছি।’তারানা হালিম বলেন, আমাদের হিসেব মতে ১৩ কোটির উপরে সিম হোল্ডার আছে। এদের মধ্যে যারা অবৈধ ভিওআইপি ব্যবসা করে ও সাংঘর্ষিক কর্মকাণ্ডে সিমগুলো ব্যবহার করে তারা এই প্রক্রিয়ার কারণে ঝরে পড়বে।প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় পরিচয় পত্রে ভুল থাকার কারণে যারা নতুন করে জাতীয় পরিচয় পত্র করতে দিয়েছেন, তাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে কোনো অসুবিধা হবে না। জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন পত্রের নম্বর দিয়ে সিম নিবন্ধন করা যাবে।’বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেল এর সিইও পিডি শর্মা ও রুবাবা দৌলা মতিনসহ এয়ারটেলের ঊধর্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।এএস/আরএস/এমএস

Advertisement