নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জিএমবি) দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুর রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবির ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতোয়ালি মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
Advertisement
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি বিউটি আক্তার জাগো নিউজকে জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, জেএমবির শুরা সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করতেন। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা। জহুরুল ইসলাম নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালত।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস