খেলাধুলা

রোনালদো ইউরোতে গোল পাবেনই, বিশ্বাস মরিনহোর

রিয়াল মাদ্রিদে একসঙ্গে অনেক মৌসুম কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোস মরিনহো। পর্তুগিজ হওয়ায় রোনালদোকে বেশ ভালোভাবেই চেনেন এই স্পেশাল ওয়ান। অনেকে মনে করছেন, তারা রোনালদোর শেষ দেখে ফেলেছেন। তবে আল নাসর তারকার এখনো গোল করার সামর্থ্য আছে, এমনটাই বিশ্বাস মরিনহোর।

Advertisement

ইউরো চ্যাম্পিয়নশিপে কিছুটা সহজ গ্রুপেই রয়েছে রোনালদোর পর্তুগাল। পর্তুগালের ইউরো জয়ের ক্ষেত্রে রোনালদো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন মরিনহো।

মরিনহো বলেন, ‘রোনালদো জানেন, কীভাবে গোল করতে হয় এবং তার লক্ষ্য কী। তাকে পুরো সময় খেলানো হবে নাকি গুরুত্বপূর্ণ সময়ের জন্য রেখে দেওয়া হবে সেটা কোচই ভালো জানেন।’

২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ৫১ ম্যাচে ৫০ গোল করেছেন রোনালদো। আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০২৪ সালের আসরই ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ স্ট্রাইকারের শেষ ইউরো।

Advertisement

এবারের ইউরো রোনালদোর ফুটবল ক্যারিয়ারে ১১তম মেজর টুর্নামেন্ট। জমজমাট এই আসরও দারুণ মাতাবেন রোনালদো, এমনটিই মনে করেন মরিনহো।

মরিনহো বলেন, ‘মাঠে তার আলাদা আধিপত্য রয়েছে। সে গোল করবে। আমি বিশ্বাস করি না যে, সে গোল ছাড়া টুর্নামেন্ট শেষ করবে।’

 

আরআর/এমএইচ/

Advertisement